কোমরে বেঁধে নিয়ে যাচ্ছিলেন ১০ স্বর্ণের বার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৫:০৩ পিএম, ১৭ মে ২০২১

পাচারের উদ্দেশ্যে বেনাপোলে নিয়ে যাওয়ার সময় ১০ স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি।

সোমবার (১৭ মে) সকালে যশোরের চাঁচড়া চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়। আটককৃত সুমন মিয়া (৩০) যশোরের বেনাপোলের সাদিপুর গ্রামের আব্দুল জব্বার মিয়ার ছেলে।

উদ্ধার স্বর্ণের বারের ওজন ১.১৬৩ কেজি (৯৯.৭১ ভরি)। যার আনুমানিক মূল্য ৬৭ লাখ টাকা।

৪৯ বিজিবি যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম রেজা জানান, দীর্ঘদিন যাবত হুন্ডি, মাদক, চেরাচালান ও স্বর্ণ আটকের নিমিত্তে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতাসহ অভিযান জোরদার করা হয়েছে। সোমবার সকালে বেনাপোল কোম্পানি সদরের অধীনস্থ আমড়াখালী চেকপোস্টে কর্মরত হাবিলদার মো. নুরুল ইসলামের নেতৃত্বে বিশেষ চোরাচালান বিরোধী তল্লাশি অভিযান পরিচালিত হয়।

অভিযানে চাঁচড়া পুলিশ চেকপোস্টের পাশে বেনাপোলগামী একটি বাসে যাত্রী হিসেবে বসে থাকা সুমন মিয়াকে তল্লাশি করে স্বর্ণের বার জব্দ করা হয়। তিনি পাচারের উদ্দেশ্যে প্যান্টের ভেতরে কোমরের মধ্যে বিশেষভাবে বরগগুলো লুকিয়ে রেখেছিলেন।

আটককৃত স্বর্ণের বার এবং আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া চলছে।

মিলন রহমান/মো. জামাল হোসেন/এসজে/এএইচ /এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।