কোয়ারেন্টাইনে ধর্ষণের শিকার সেই নারীর আত্মহত্যার চেষ্টা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক খুলনা
প্রকাশিত: ১১:৩৩ পিএম, ১৮ মে ২০২১
প্রতীকী ছবি

খুলনা পিটিআই কোয়ারেন্টাইন সেন্টারে ধর্ষণের শিকার সেই নারী আত্মহত্যার চেষ্টা করেছেন।

মঙ্গলবার (১৮ মে) রাত ৮টার দিকে নিজ রুমে তিনি আত্মহত্যার চেষ্টা করেন। বিষয়টি বুঝতে পেরে কোয়ারেন্টাইন সেন্টারে থাকা অন্যান্য নারী এবং পুলিশের নারী সদস্যরা তাকে রক্ষা করেন।

খুলনা জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, ডাক্তারি পরীক্ষার পর মঙ্গলবার বিকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ওই নারীকে পিটিআই কোয়ারেন্টাইন সেন্টারে নেয়া হয়। ওই নারী তাকে সেখান থেকে ছেড়ে দেয়ার দাবি জানালে ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষ না হওয়ায় কেউ রাজি হননি। এরপর রাত সাড়ে ৮টার দিকে তিনি ঘরের দরজা বন্ধ করে আত্মহত্যার চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে ওই সেন্টারে থাকা অন্যান্য নারী ও পুলিশের নারী সদস্যরা তাকে রক্ষা করেন।

এ ঘটনার পর জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদফতর এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেন্টারটি পরিদর্শন করেন।এছাড়া ওই নারীকে তদারকির জন্য নারী পুলিশ নিযুক্ত করা হয়েছে।
বুধবার (১৯ মে) ওই নারীর কোয়ারেন্টাইন শেষ হবে। তার করোনা রিপোর্ট নেগেটিভ হলে বাসায় পাঠানো হবে।

আলমগীর হান্নান/এএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।