কাফনের কাপড় পরে পুনর্বাসনের দাবি কুমুদিনী শ্রমিকদের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৬:১৩ এএম, ৩০ মে ২০২১

পুনর্বাসন কিংবা শ্রম আইন অনুযায়ী প্রাপ্য পাওনা পরিশোধের পূর্বে বাসস্থান থেকে উচ্ছেদ নয়- এমন দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন নারায়ণগঞ্জে কুমুদিনী ওয়েলফেয়াল ট্রাস্টের অধীন বেঙ্গল বিডি লিমিটেডের পাট কোম্পানির শ্রমিকরা।

পরে শ্রমিকরা নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনের সড়কে প্রতীকী কাফনের কাপড় পরে মানববন্ধন ও মিছিল করেন। এ সময় তারা ঘোষণা দেন, পুনর্বাসনের সিদ্ধান্ত না আসা পর্যন্ত কাফনের কাপড় পরে থাকবেন।

শনিবার (২৯ মে) নারায়ণগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন তারা।

সংবাদ সম্মেলনে শ্রমিকরা বলেন, ‘আমরা দীর্ঘ ৪০-৫০ বছর বিভিন্ন মেয়াদে কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্টের অন্তর্ভুক্ত বেঙ্গল (বিডি) লি. জুট প্রেস কারখানায় চাকরি করছি। জুট প্রেস একটি লাভজনক পাটজাত শিল্প কারখানা ও ব্যবসায়িক প্রতিষ্ঠান, যার শ্রমিকরা বাংলাদেশ শ্রম আইন দ্বারা পরিচালিত এবং শ্রম আইনের সব সুযোগ-সুবিধা পাওয়ার অধিকারী।’

লিখিত বক্তব্যে শ্রমিকরা আরও বলেন, ‘আইনের নির্দেশনা অনুযায়ী কোনো শ্রমিকের চাকরির অবসান করলে প্রাপ্য পাওনাদি পরিশোধ করা কোম্পানি বা প্রতিষ্ঠানের দায়িত্ব। ট্রাস্টের মালিকানাধীন ওই শিল্প কারখানার কর্মকর্তারা কোনো লিখিত নোটিশ না দিয়ে গত ১৫ মার্চ আমাদের বাড়ির দরজার সামনে লাল রঙের ক্রস চিহ্ন দিয়ে সাত দিনের মধ্যে বাসস্থান খালি করতে বলে। অন্যথায় বুলডোজার দিয়ে বাসস্থান ভেঙে উচ্ছেদ করা হবে।’

শ্রমিকরা বলেন, ‘উচ্ছেদের ঘোষণার পর থেকে আমরা শিশুসন্তানসহ বৃদ্ধ মা-বাবা ও পরিবার নিয়ে আতঙ্কে আছি। আমরা জুট প্রেসে বর্তমানে শ্রমিকরা ইতোমধ্যে মালিক কর্তৃপক্ষ বরাবরে ১৪০টি গ্রিভেন্স নোটিশ দিয়েছি। কিন্তু মালিক কর্তৃপক্ষ কোনো জবাব দেয়নি।’

এ সময় শ্রমিকরা শ্রম আইন অনুসারে প্রাপ্য পাওনা পরিশোধ করা, করোনা পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত উচ্ছেদ বন্ধ এবং পুনর্বাসন না করে উচ্ছেদ না করার দাবি জানান।

শ্রমিক নেতা মাহবুবুর রহমান ইসমাইল বলেন, ‘মেডিকেল কলেজ ও ক্যান্সার হাসপাতাল হবে, এটা অবশ্যই খুশির বিষয়। কিন্তু একটি মানবিক কাজ করতে গিয়ে শ্রমিকদের উচ্ছেদ করে দেয়াও অমানবিক। কুমুদিনীর অনেক জমি রয়েছে। যেকোনো স্থানে তাদের বাসস্থানের জায়গা দেয়ার জন্য কুমুদিনী ট্রাস্টের প্রতি দাবি জানাই।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মো. জুয়েল, নাসির, জয়নাল হাওলাদারসহ আরও কয়েকজন শ্রমিক।

মানববন্ধনে শ্রমিকদের পক্ষে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল।

শাহাদাত হোসেন/জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।