নারায়ণগঞ্জে পাঁচ জুয়াড়ি গ্রেফতার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০১:৩৮ পিএম, ৩০ মে ২০২১

নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে পাঁচজন জুয়াড়িকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার (২৯ মে) দিবাগত রাত ১২টায় উপজেলার পূর্ব দেলপাড়া এলাকায় জুয়ার আস্তানা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার ৬ হাজার ৯৯৫ টাকা ও জুয়ার সরঞ্জামাদি উদ্ধার করা হয়। গ্রেফতাররা হলেন- মো. সাহাব উদ্দীন (৪৫), মো. আনোয়ার হোসেন (৪৩), মো. মমিন (৪০), মো. ফারুক মিয়া (৩৫) ও মো. রফিক (৩৫)।

রোববার (৩০ মে) দুপুর সাড়ে ১২টায় র্যাব-১১ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বলা হয়েছে, একটি সংঘবদ্ধ চক্র ফতুল্লা থানাধীন পূর্ব দেলপাড়া খোদাই বাড়ি এলাকার জনৈক মো. বাবুল মিয়ার বাড়ির সামনে ফাঁকা জায়গায় বেশ কিছুদিন ধরে নানা কায়দায় জুয়ার আসর চালিয়ে আসছিল।

কখনো গোপনে আবার কখনো কখনো প্রকাশ্যে চলতো এই জুয়ার আসর। সেখানে প্রায় শতাধিক লোক নিয়মিত জুয়া খেলায় অংশ নিতো। গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

এস কে শাওন/এমআরএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।