ইয়াবা বিক্রির অভিযোগে এএসআই গ্রেফতার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০২:৪২ পিএম, ৩০ মে ২০২১
ফাইল ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইয়াবা বিক্রির অভিযোগে ডেমরা থানার একজন সহকারী উপপরিদর্শক (এএসআই) দুইজনকে গ্রেফতার করেছে র‍্যাব। এসময় ১৯০ পিস ইয়াবা জব্দ করা হয়।

এ ঘটনায় রোববার (৩০ মে) দুপুরে আসামিদের আদালতে পাঠিয়েছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

গ্রেফতাররা হলেন-নাসির ও এএসআই ইমাম উদ্দিন।

এর আগে শনিবার (২৯ মে) দুপুরে সিদ্ধিরগঞ্জের নিমাইকাশারী বাগমারা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। পরে রাতে তাদেরকে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করে র‍্যাব। পরে রোববার সকালে র‍্যাব-১০ সিদ্ধিরগঞ্জ থানায় একটি মাদক মামলা (মামলা নং ৪৭) দায়ের করে।

এজাহারে উল্লেখ করা হয়, মাদক ব্যবসায়ী নাসিরকে ইয়াবাসহ গ্রেফতারের পর তিনি স্বীকার করেন ডেমরা থানার এএসআই ইমাম উদ্দিন ইয়াবা বিক্রি করার জন্য তাকে দিয়েছেন। এসব ইয়াবা ট্যাবলেটের মালিক এএসআই ইমাম উদ্দিন।

নাসির উদ্দিন এলাকার চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, আসামিদের আদালতে পাঠানো হয়েছে। মামলাটির তদন্ত চলছে।

এস কে শাওন/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।