বিয়েতে রাজি না হওয়ায় পাত্রীকে মারধর, হত্যার হুমকি

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৭:২০ পিএম, ৩০ মে ২০২১

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিয়েতে রাজি না হওয়ায় পাত্রীকে মারধর ও হত্যার হুমকির অভিযোগ উঠেছে আরফিন সুমন (২২) নামের এক তরুণের বিরুদ্ধে।

শনিবার (২৯ মে) রাতে এ ঘটনায় পাত্রীর বাবা সিদ্ধিরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত নভেম্বরে সিদ্ধিরগঞ্জের নয়াআটি এলাকার শফিকুল মোল্লার ছেলে আরফিন সুমনের সঙ্গে ওই তরুণীর বিয়ে হওয়ার কথা ছিল। পাত্রপক্ষ যৌতুক চাইলে বিয়ে থেকে সরে যায় পাত্রীপক্ষ। এরপর থেকে আরফিন সুমন ওই তরুণীর সঙ্গে নানাভাবে যোগাযোগের চেষ্টা করেন। এক পর্যায়ে ফোনে ওই তরুণীকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন।

শনিবার সন্ধ্যায় আরফিন সুমন ওই তরুণীর বাড়িতে গিয়ে তাকে মারধর করেন। তখন তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে ওই তরুণীকে হত্যার হুমকি দিয়ে পালিয়ে যান আরফিন সুমন।

এ বিষয়ে ওই তরুণীর বাবা বলেন, ২০২০ সালের ৬ নভেম্বর আরফিন সুমনের সঙ্গে আমার মেয়ের বিয়ের কথা হয়েছিল। কিন্তু পাত্রপক্ষ যৌতুক দাবি করলে এবং পাত্র মাদকাসক্ত বলে জানতে পেরে আমরা বিয়েতে রাজি হইনি। বিয়ে ভেঙে যাওয়ার পর সুমন আমাদের বিভিন্নভাবে বিরক্ত করতো।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান বলেন, মেয়ের বাবা থানায় অভিযোগ দায়ের করেছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এস কে শাওন/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।