করোনা সংক্রমণ রোধে বেনাপোলে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৫:৪৮ এএম, ০৯ জুন ২০২১

যশোরের বেনাপোল ভারত সীমান্ত ঘেষা শহর। সম্প্রতি এ শহরে ভারত থেকে আসা যাত্রীদের বিভিন্ন হোটেলে রাখা হচ্ছে। সীমান্ত সংলগ্ন হওয়ায় এখানে করোনা বাড়ার আশঙ্কা বেশি। তাই বেনাপোল পৌর এলাকায় স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দিয়েছেন পৌর মেয়র আশরাফুল আলম লিটন।

সে অনুযায়ী মঙ্গলবার (৮ জুন) সকাল থেকে বেনাপোল পৌর সভার কর্মকর্তা-কর্মচারীরা এ নির্দেশনা বাস্তবায়নের জন্য মাঠে নামেন। সারাদিন তারা পথচারীদের স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন।

jagonews24

মাইকিং করে ফুটপাত থেকে সকল দোকান সরিয়ে নেয়ার নির্দেশনা দেন। এরপর যেসব ফুটপাতের দোকান নির্দেশনার পরও সরিয়ে নেয়নি, তাদের বিকেলে পৌর কর্তৃপক্ষ এবং পৌরসভার নিজস্ব পৌর পুলিশ ফুটপাত থেকে দোকান উচ্ছেদের অভিযান চালায়। এ সময় মাইকিংও করা হয়।

সম্প্রতি বেনাপোল পৌর এলাকায় আশঙ্কজনক হারে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সকলকে সতর্ক থাকার নির্দেশনা দেন। যতদিন পর্যন্ত পরিবেশ অনুকূলে না আসবে ততদিন পর্যন্ত সবাইকে ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবিলা করতে মাইকিংয়ের নির্দেশনা দেয়া হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান পৌর মেয়র আশরাফুল আলম লিটন।

জামাল হোসেন/এমএসএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।