পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৫:৪৯ পিএম, ২০ জুন ২০২১

ফরিদপুরের বোয়ালমারীতে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে পাচু শেখ (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৯ জুন) রাতে উপজেলার পরমেশ্বদী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই গ্রামের মৃত লাল মিয়ার ছেলে।

মামলার এজাহার সূত্র জানায়, ওই গৃহবধূর ঘরে প্রবেশ করে ১২ জুন (শনিবার) রাত ১০টার দিকে ধর্ষণ করেন পাচু শেখ। এ ঘটনায় শনিবার (১৯ জুন) রাতে পুত্রবধূ বাদী হয়ে শ্বশুর পাচু শেখের নামে মামলা করেন। পরে রাতেই তাকে গ্রেফতার করে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা স্থানীয় ডহরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) আবদুর রাজ্জাক সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিকে গ্রেফতারের পর আদালতে প্রেরণ করা হয়েছে।

এ প্রসঙ্গে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল আলম বলেন, গৃহবধূকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।