করোনা : উপসর্গে মৃতদের তথ্য রাখে না মমেক
করোনায় মৃতদের তথ্য প্রকাশ করলেও উপসর্গ নিয়ে যারা মারা যাচ্ছেন তাদের তথ্য রাখছে না ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল (মমেক)।
মঙ্গলবার (২২ জুন) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ইউনিটের কনসালট্যান্ট ও করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুনের কাছে করোনা এবং করোনার উপসর্গ নিয়ে মৃতদের তথ্য জানতে চাইলে, তিনি শুধু করোনায় মারা যাওয়া ব্যক্তিদের সংখ্যা প্রকাশ করেন। উপসর্গ নিয়ে মৃতদের তথ্য প্রকাশ করেননি।
তিনি বলেন, ‘করোনার উপসর্গ নিয়ে মৃতদের কোনো তথ্য আমার কাছে নেই।’ উপসর্গ নিয়ে মৃতদের তথ্য জানতে চাইলে প্রশাসনিক কর্মকর্তাদের দেখিয়ে দেন তিনি।
এ বিষয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক প্রশাসন জাকিউল ইসলাম জাগো নিউজকে বলেন, ‘করোনায় কতজন মারা গেল সেই হিসাবটাই কিন্তু প্রকাশ হয়। উপসর্গ নিয়ে মৃতদের হিসাব কিন্তু রাখা হয় না। কারণ উপসর্গ নিয়ে কিন্তু অন্যান্য রোগীও মারা যাচ্ছেন। যার ফলে মৃতের সংখ্যাটা বেড়ে যায়। তাছাড়া, সরকারিভাবে শুধু করোনায় মৃতদের তথ্য প্রকাশ করা হয়। উপসর্গ নিয়ে মৃতদের হিসাবটা প্রকাশ করা হয় না।’
এ বিষয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. ওয়ায়েজ উদ্দিন ফরাজী জাগো নিউজের প্রতিবেদকের কাছে কোনো মন্তব্য করতে রাজি হননি।
এদিকে গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় করোনায় আরও তিনজন মারা গেছেন।
তারা হলেন- জেলার ফুলবাড়িয়া উপজেলার আহসানুল্লাহ (৯০), নেত্রকোনার বারহাট্টা উপজেলার আব্দুল গফুর (৮০) ও জামালপুর মেলান্দহ উপজেলার জামাল উদ্দিন (৬৫)।
এদিকে ওই হাসপাতালের করোনা ইউনিটের সাধারণ বেডে ১৪৫ জন রোগী ও আইসিইউতে ১১ জন চিকিৎসাধীন রয়েছেন।
ময়মনসিংহ জেলা সিভিল সার্জন সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় ৪৫৭ জনের নমুনা পরীক্ষা করে ৬৯ জনের করোনা শনাক্ত হয়।
মঞ্জুরুল ইসলাম/জেডএইচ/এমএস