কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় করোনায় আরও ৪ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ১২:১৮ পিএম, ২৫ জুন ২০২১
ফাইল ছবি

কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৫ জুন) বেলা ১১টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তাপস কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেন। এদিকে হাসপাতালে ক্রমেই বাড়ছে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ভর্তি হতে আসা রোগীর চাপ। শুক্রবার পর্যন্ত হাসপাতালে ১৮০ জন রোগী ভর্তি হয়েছে।

হাসপাতালের আরএমও ডা. তাপস কুমার সরকার বলেন, ‘হাসপাতালে বাড়ছে করোনা ও উপসর্গ নিয়ে ভর্তি রোগীর চাপ। চাপ সামলাতে সবাইকে হিমশিম খেতে হচ্ছে। যারা ভর্তি হচ্ছেন তাদের প্রায় প্রত্যেককেই অক্সিজেন সাপোর্ট দিতে হচ্ছে। ফলে হাসপাতালে অক্সিজেন সঙ্কট হওয়ার আশঙ্কা রয়েছে।’

তিনি আরও বলেন, ‘বুধবার থেকে হাসপাতালে করোনা রোগী ছাড়া আর অন্য কোনো রোগী ভর্তি নেয়া হচ্ছে না। হাসপাতালকে করোনা ডেডিকেটেড ঘোষণা করে জরুরি বিভাগ বন্ধ করে দেয়া হয়েছে। অন্য রোগীদের পার্শ্ববর্তী ডায়াবেটিস ও আদ্বদীন হাসপাতালে চিকিৎসা নিতে বলা হয়েছে।’

এদিকে জেলায় গত ২৪ ঘণ্টায় ২৬৪টি নমুনা পরীক্ষার বিপরীতে নতুন করে আরও ১১১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪২ দশমিক ৪ শতাংশ।

এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৯১৩ জনে। জেলায় করোনায় মোট মৃত্যের সংখ্যা ১৭৭ জন।

২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলায় ৩৩ জন, দৌলতপুরে ১৩ জন, কুমারখালীতে ২০ জন, ভেড়ামারায় ১৬ জন, মিরপুরে ১৮ জন ও খোকসায় ১১ জন রয়েছেন।

এছাড়া এখন পর্যন্ত জেলায় ৫৮ হাজার ৮৮৪ জনের নমুনা পরীক্ষার জন্য নেয়া হয়েছে। এদের মধ্যে নমুনা পরীক্ষার প্রতিবেদন পেয়েছেন ৫৭ হাজার ৫০৩ জনের। বাকিরা প্রতিবেদনের অপেক্ষায় রয়েছেন।

বর্তমানে কুষ্টিয়ায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১ হাজার ৪৭৭ জন। এদের মধ্যে হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন ১৫৪ জন ও হোম আইসোলেশনে রয়েছেন ১ হাজার ৩৮৬ জন।

এদিকে করোনাভাইরাসের সংক্রমণ কমাতে গত ২০ জুন রাত ১২টা থেকে কুষ্টিয়া জেলায় লকডাউন শুরু হয়েছে। আগামী ২৭ জুন রাত ১২টা পর্যন্ত চলবে এ লকডাউন।

আল-মামুন সাগর/এসএমএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।