বরিশালে মাইক্রোবাসসহ ৪ অপহরণকারী আটক


প্রকাশিত: ০১:১২ পিএম, ১৩ নভেম্বর ২০১৪

বরিশাল নগরী থেকে মাইক্রোবাসসহ ৪ অপহরণকারীকে আটক করেছে নগর গোয়েন্দ পুলিশ। পুলিশ জানায়, রাজধানী থেকে অপহরণ করে নিয়ে আসা ২ যুবককে উদ্ধার করা হয়েছে।

উদ্ধার হওয়া দুই যুবক হলেন- রাজধানীর মোহম্মদপুর আদাবর এলাকার জাহাঙ্গীর কবিরের ছেলে আশিক কবির (২৫) ও নারিন্দা এলাকার মুজিবর ভুইয়ার ছেলে আল আমিন (২৭)।

আটক অপহরণকারীরা হল- পটুয়াখালির বাউফল উপজেলার আব্দুল লতিফ মাতুব্বরের ছেলে মো. শাকিব হাসান (২৫), এমদাদ আলী খানের ছেলে শাহ ইমাম হোসেন (২৭), মো. আলাউদ্দিন মিয়ার ছেলে সিয়াম হোসেন রাজিব (২৪) এবং বরিশাল সদর উপজেলার কর্ণকাঠি এলাকার আব্দুর রহমান হাওলাদারের ছেলে আবিদ আল আমিন (২০)।

বরিশাল নগর গোয়েন্দা পুলিশের সহকারি কমিশনার মো. আজাদ রহমান জানান, অপহরণকারীরা কিছুদিন আগে ফটোগ্রাফার চেয়ে অনলাইনে বিজ্ঞাপন দেয়। রাজধানীর দুই ফটোগ্রাফার তাদের সাথে যোগাযোগ করে বুধবার লঞ্চযোগে বরিশাল আসেন। অপহরণকারীরা দুই ফটোগ্রাফারকে বরিশাল নগরীর লঞ্চঘাট এলাকার আবাসিক হোটেল ফাহিমে থাকার ব্যবস্থা করে। পরে দুপুর ১২টার দিকে অপহরণকারীরা বরিশাল অঞ্চলের বিভিন্ন নদী ও ভ্রমণ স্পটগুলোতে ঘুরে দুই ফটোগ্রাফার দিয়ে তাদের ছবি তোলায়। সন্ধ্যার দিকে তাদের হোটেলে নিয়ে এসে জিম্মি করে পরিবারের কাছে ৫ লাখ টাকার মুক্তিপণ দাবি করে। দাবিকৃত এ টাকা বুধবার রাতের মধ্যে না দিলে তাদের হত্যার কথা বলে স্বজনদের হুমকি দেয়া হয়।

এতে ভীত হয়ে অপহৃত আশিক কবিরের পিতা ২৫ হাজার টাকা অপহরণকারীদের একটি বিকাশ নাম্বারে পাঠায়। অপর ফটোগ্রাফার আল আমিনের পিতা নারিন্দা থানা পুলিশকে ছেলে অপহরণের বিষয়টি অবহিত করেন।

নারিন্দা থানা পুলিশ বিষয়টি বরিশাল নগর গোয়েন্দা পুলিশকে জানায়। পরে অপহরণকারীদের খোঁজে নামেন বরিশাল নগর গোয়েন্দা পুলিশের একটি দল। পুলিশ টাকা পাঠানো ওই বিকাশ নম্বরটিকে ট্রাকিং করে অপহরণকারীদের অবস্থান সনাক্ত করে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।