খুমেক ল্যাবে আরও ১৮৪ জনের করোনা শনাক্ত
খুলনা মেডিকেল কলেজের (খুমেক) পিসিআর ল্যাবে ১৮৪ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৯ দশমিক ৬৫ শতাংশ।
রোববার (২৭ জুন) রাতে খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা: মেহেদী নেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে শনিবার খুমেক ল্যাবে শনাক্তের হার ছিল ৫০ শতাংশ, শুক্রবার ছিল ৩৭ দশমিক ৯০ শতাংশ, আর বৃহস্পতিবার ছিল ৫১ দশমিক ৫৫ শতাংশ।
তিনি জানান, খুমেকের পিসিআর মেশিনে মোট ৪৬৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৮৪ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। যার মধ্যে খুলনার ৩৩০ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১৩২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এছাড়া বাগেরহাটের ৪০ জন, যশোরের তিনজন, সাতক্ষীরার তিনজন, নড়াইলের একজন, পিরোজপুরের একজন, গোপালগঞ্জের তিনজন এবং ঢাকার একজন রয়েছেন।
আলমগীর হান্নান/এআরএ