ফতুল্লায় চালককে জবাই করে ইজিবাইক ছিনতাই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৯:১৮ এএম, ২৯ জুন ২০২১
ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় রাজা (৫৫) নামের এক চালককে জবাই করে হত্যার পর ইজিবাইক ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২৯ জুন) ভোরে ফতুল্লার ইসদাইর ওসমানী স্টেডিয়ামের সামনের সড়কে এ ঘটনা ঘটে।

নিহত রাজা ফতুল্লার মাসদাইর এলাকার আবুল হাজীর বাড়িতে ভাড়ায় থাকতেন। তিনি স্থানীয় জামাল শেখের ইজিবাইক ভাড়ায় চালাতেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত কিছুদিন আগে রাজার স্ত্রী মারা যান। ফলে দিনের বেলায় আট বছরের শিশুকে দেখাশোনা করে রাতে ঘুম পাড়িয়ে ইজিবাইক চালাতেন। রাতের কোনো এক সময় ছিনতাইকারীদের কবলে পড়েন তিনি। তার গলায় ও শরীরের বিভিন্ন স্থালে ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা ইজিবাইকটি নিয়ে যান।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাদাৎ হোসেন বলেন, ইজিবাইক ছিনতাই করতে হত্যার ঘটনা ঘটতে পারে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

মো. শাহাদাত হোসেন/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।