নাসিক কাউন্সিলরের সহযোগী ৫ চাঁদাবাজ গ্রেফতার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০১:৪৩ এএম, ৩০ জুন ২০২১

নারায়ণগঞ্জে চাঁদাবাজির অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে র‍্যাব। মঙ্গলবার (২৯ জুন) বিকেলে অভিযান চালিয়ে সিদ্ধিরগঞ্জের কদমতলী কাঠের পুল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- হৃদয় মিয়া (২৫), মো. বাবুল (৩০), মো. নুর হোসেন (২৩), মো. হাসান (২১) ও মো. রাসেল (৩০)। তাদের বিরুদ্ধে মঙ্গলবার বিকেলে র‍্যাব বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি চাঁদাবাজি মামলা করেছে।

গ্রেফতাররা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৬ নং ওয়ার্ড কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক মতিউর রহমান মতির সহযোগী বলে জানায় র‍্যাব।

র‍্যাব আরও জানায়, একটি চাঁদাবাজ চক্র দীর্ঘদিন ধরে আদমজী ইপিজেডে যাতায়াতকারী বিভিন্ন পণ্যের পরিবহন আটকে ব্যবসায়ীদের জিম্মি করে ভয়-ভীতি প্রদর্শন করে চাঁদাবাজি করে আসছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে, তারা স্থানীয় কাউন্সিলর মতিউর রহমান মতির সহযোগী। তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের রফতানিমুখী পণ্য পরিবহনে চাঁদাবাজি করে আসছে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব -১১’র অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন চৌধুরী।

এস কে শাওন/জেডএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।