নারায়ণগঞ্জে টহল দিচ্ছে সেনাবাহিনী, অপ্রয়োজনে বের হলে সতর্ক করছে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০১:১০ পিএম, ০১ জুলাই ২০২১

করোনা সংক্রমণ ঠেকাতে সাত দিনের কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে নারায়ণগঞ্জে মাঠে কাজ করছেন সেনাবাহিনীর সদস্য। মূল সড়কে টহল দিয়ে বিভিন্ন যানবাহন তল্লাশি করছেন তারা। বিনা কারণে ঘর থেকে বের হওয়া লোকজনদের সতর্ক করে দিচ্ছেন এবং স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অনুরোধ করছেন।

বৃহস্পতিবার (১ জুলাই) বেলা ১১টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহানের নেতৃত্বে দুই প্লাটুন সেনাবাহিনী শহরে টহল দেয়। পরে তারা চাষাড়া মোড়ে অবস্থান করে বিভিন্ন যানবাহন তল্লাশি করে।

jagonews24

সকালে জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহর সঙ্গে আলোচনা শেষে সেনাবাহিনীর সদস্যরা রাস্তা নামেন। নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় একজন করে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে সেনাবাহিনী সদস্যরা মাঠে কাজ শুরু করেন।

চাষাড়ায় ডিউটিরত নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান জানান, কঠোর বিধিনিষেধে নারায়ণগঞ্জে জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে পুরো জেলায় ২০টি মোবাইল টিম কাজ করছে। প্রতিটি টিমে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছে। তাদেরকে নিয়ে কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে কাজ করা হচ্ছে।

মো. শাহাদাত হোসেন/এসজে/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।