লকডাউনেও ঘটা করে সুন্নতে খৎনার আয়োজন, মোবাইল কোর্টের জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ১০:০৫ পিএম, ০২ জুলাই ২০২১

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় সরকারের দেয়া কঠোর বিধিনিষেধ অমান্য করে সুন্নতে খৎনার আয়োজন করায় নুরুল আলম নামের এক ব্যক্তিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি আয়োজনের দেড়শ লোকের রান্না করা খাবার স্থানীয় একটি এতিমখানায় বিলিয়ে দেয়া হয়।

শুক্রবার (২ জুলাই) দুপুরে উপজেলার ধামগড় ইউনিয়নের গকুলদাসেরবাগ এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুক্লা সরকার অভিযান চালিয়ে এ জরিমানা করেন।

jagonews24

ইউএনও শুক্লা সরকার জানান, নুরুল আলম শুক্রবার প্রায় দেড়শ লোক দাওয়াত দিয়ে ছেলের সুন্নতে খৎনা অনুষ্ঠানের আয়োজন করেন। স্থানীয় ইউপি সদস্য করোনাকালে অনুষ্ঠান আয়োজন না করার জন্য তাকে অনুরোধ করেছিলেন। কিন্তু ইউপি সদস্যের কথা উপেক্ষা করে নুরুল আলম বাড়ির উঠানে বিশাল প্যান্ডেল তৈরি করে ব্যাপক খাবার-দাবারের আয়োজন করেন। এ সংবাদ পেয়ে দুপুরে ওই বাড়িতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়।

jagonews24

এসময় বাড়ির মালিক নুরুল আলমকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। অতিথিদের জন্য রান্না করা খাবার স্থানীয় এতিমখানায় দিয়ে দেয়া হয়।

মো. শাহাদাত হোসেন/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।