নারায়ণগঞ্জে ১১ মামলার আসামি গ্রেফতার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০২:০৬ পিএম, ০৩ জুলাই ২০২১

নারায়ণগঞ্জে ১১ মামলার আসামি মো. আনিছ ভূঁইয়াকে (৫৮) গ্রেফতার করেছে র‍্যাব।

শনিবার (৩ জুলাই) দুপুর ১টায় র‍্যাব-১১ এর সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে শুক্রবার (২ জুলাই) গভীর রাত ৩টায় রূপগঞ্জের বরপা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব জানায়, আসামি ব্যবসায়ীক উদ্দেশে একাধিক ব্যক্তির কাছ থেকে প্রায় কোটি টাকার ঋণ নেন। কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরও তিনি এ টাকা পরিশোধ করতেন না। টাকা ফেরত চাইলে বিভিন্ন তালবাহানা করে সময়ক্ষেপণ করতেন ও পাওনাদারদের হুমকি দিতেন।

পরে ভূক্তভোগী পাওনাদাররা বাদী হয়ে তার বিরুদ্ধে আদালতে একাধিক সিআর মামলা করেন।

র‍্যাব আরো জানায়, আসামির বিরুদ্ধে ১১টি সিআর মামলা রয়েছে। এরমধ্যে বেশিরভাগ মামলার রায়ে তাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেয়া হয়। তবে মামলার পর থেকেই অভিযুক্ত দেশের বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়াচ্ছিলেন।

আসামিকে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানানো হয় এ বিজ্ঞপ্তিতে।

এস কে শাওন/এসএমএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।