নীলফামারীতে ইউএনও জয়শ্রী রানী করোনায় আক্রান্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নীলফামারী
প্রকাশিত: ০৫:১৩ পিএম, ০৩ জুলাই ২০২১

নীলফামারীর ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়শ্রী রানী রায় করোনায় আক্রান্ত হয়েছেন।

শনিবার (৩ জুলাই) সকালে উপজেলা হাসপাতালে র্যাপিড এন্টিজেনে নমুনা টেস্ট করার পর তার করোনা পজিটিভ আসে। জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তার করোনা পজিটিভ হয়েছেন। তার সু-চিকিৎসা চলছে। তাকে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করার প্রস্তুতি নেয়া হয়েছে।’

এদিকে হাসপাতালে বিভিন্ন রোগীর চিকিৎসা ও সেবা প্রদান করতে গিয়ে চারজন চিকিৎসক, চারজন নার্স ও পাঁচজন মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত হয়েছে বলে জানান সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির।

তিনি আরও জানান, শনিবার পর্যন্ত জেলায় ২৪২ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে জেনারেল হাসপাতালে ৩৭ জন, সৈয়দপুর হাসপাতালে পাঁচজন, হোম আইসোলেশনে ১৮৬ জন ও রংপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে ১৪ জন চিকিৎসাধীন রয়েছেন।

জাহেদুল ইসলাম/এসজে/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।