প্রতিদিন দেড় হাজার পরিবারকে সবজি দেবে টিম খোরশেদ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৭:৪৩ পিএম, ০৬ জুলাই ২০২১

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ ও তার টিমের পক্ষ থেকে দুস্থ ও দরিদ্র দেড় হাজার পরিবারের মাঝে বিনামূল্যে সবজি বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৬ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত ওয়ার্ডের মাসদাইর, গলাচিপা ও ডিএন রোড এলাকায় কাউন্সিলরের সহধর্মিণী আফরোজা খন্দকার লুনা এবং টিম খোরশেদের সদস্যরা সামাজিক দূরত্ব বজায় রেখে এ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। দুস্থদের একদিনের রান্না করার সবজি দেয়া হয়।

এর আগে লকডাউনের সময় নিয়মিত এ কার্যক্রম পরিচালনা করেন কাউন্সিলর খোরশেদ। এবারো লকডাউন চলাকালীন নিয়মিত এ কার্যক্রম চলবে বলে জানিয়েছেন তিনি। প্রতিদিন এক থেকে দেড় হাজার পরিবারে বিনামূল্যে সবজি বিতরণ করবে টিম খোরশেদ।

jagonews24

সবজি পাওয়া গলাচিপার আব্দুল্লাহ বলেন, ‘এটি ভালো উদ্যোগ। গতবার লকডাউনেও খোরশেদ ভাই আমাদের চাল-সবজি দিয়েছেন। এবারো সবজি দিচ্ছেন। এতে বাজার করার খরচটা অন্তত আমাদের থাকে। অনেকেই এ বাজারের আশায় অপেক্ষা করেন। আল্লাহ তাকে আরও দেয়ার সামর্থ্য দিক।’

কাউন্সিলরের সহধর্মিণী আফরোজা খন্দকার লুনা বলেন, ‘আমরা নিয়মিত এ কার্যক্রম পরিচালনা করব। সামাজিক দূরত্ব বজায় রেখে স্বেচ্ছাসেবকরা সবজি বিতরণ করবেন।’

এসময় টিম খোরশেদের সদস্য রিটন দে, নাজমুল কবির নাহিদ, এসএম কামরুজ্জামান, শওকত খন্দকার, রফিক হাওলাদার, আফতাব, মো. শহীদ, শফিউল্লাহ রনি উপস্থিত ছিলেন।

মো. শাহাদাত হোসেন/এসআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।