শিশু আহনাফের হার্ট অপারেশনের খরচ দিলেন এনায়েত উল্লাহ
শিশু আহনাফ রিয়ানের হার্ট অস্ত্রোপচারের খরচ দিলেন সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ। শুক্রবার (৯ জুলাই) সকালে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে শিশুটির সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়। এসময় শিশুটির সুস্থতা কামনা করেন এনায়েত উল্লাহ।
শুধু তাই নয়, শিশু আহনাফ রিয়ানের বাবার চিকিৎসায় সহায়তা করারও আশ্বাস দেন সড়ক পরিবহন মালিক সমিতির এই মহাসচিব।
এর আগে গত ৬ জুলাই ‘স্বামীর ক্যান্সার ছেলের হার্টে ছিদ্র, সবার সহযোগিতা চান রোজিনা’ শিরোনামে সচিত্র প্রতিবেদন প্রকাশ করে জাগোনিউজ২৪.কম।
ওই প্রতিবেদনে বলা হয়, আহনাফ রিয়ানের বয়স মাত্র চার বছর। জন্মের পর মাত্র দেড় বছর বয়সে তার হার্টের ছিদ্র ধরা পড়ে। টানা আড়াই বছর ওষুধ খেলেও অবস্থার উন্নতি হয়নি। তার অস্ত্রোপচারের পরামর্শ দেন চিকিৎসক। কিন্তু টাকার ব্যবস্থা না হওয়ায় অস্ত্রোপচার করাতে পারছিলেন না।
এদিকে আহনাফের বাবা মোহাম্মদ আলাউদ্দিনের দেড়মাস আগে পায়ুপথে ক্যান্সার ধরা পড়েছে। করোনায় চাকরিও হারিয়েছেন তিনি।পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি আলাউদ্দিনের চাকরি না থাকায় চিকিৎসা ও সংসার চালানোর জন্য অর্থের জোগান কিভাবে করবেন, এ নিয়ে দুশ্চিন্তার শেষ নেই তার স্ত্রী রোজিনা আক্তারের।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হাউজিং এলাকার একটি ভাড়াবাসায় ছয় বছর ধরে বসবাস করেন এ দম্পতি। তাদের দুজনের গ্রামের বাড়ি চাঁদপুরের ইসলামাবাদে। আহনাফ রিয়ান ছাড়াও আরমান ইসলাম নামের দুই বছরের একটি সন্তান আছে তাদের।
মোহাম্মদ আলাউদ্দিন একটি টায়ার কোম্পানিতে চাকরি করতেন। করোনার প্রভাবে প্রতিষ্ঠানটিতে কাজের চাপ কম থাকায় ছয় মাস আগে চাকরি চলে যায় আলাউদ্দিনের। সংসারের হাল ধরতে দুমাস আগে একটি ডিটারজেন্ট পাউডার কোম্পানিতে চাকরি নেন তার স্ত্রী রোজিনা। কিন্তু ছোট্ট দুই সন্তানকে সময় দিতে গিয়ে চাকরিটা করতে পারেননি। ফলশ্রুতিতে অভাব তাদেরকে পেয়ে বসে। করোনার এই সময়ে আত্মীয়-স্বজনদের কাছ থেকেও তেমন কোনো সহায়তা পাচ্ছেন না তারা।
জাগো নিউজের প্রতিবেদনটি মুহূর্তে ভাইরাল হয়ে যায়। সংবাদটি চোখে পড়ে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহর। তিনি আহনাফ রিয়ানের অস্ত্রোপচারের সব ব্যয়ভার বহন করার প্রতিশ্রুতি দেন। আজ শুক্রবার শিশুটির হার্টের অস্ত্রোপচার করা হয়।
শিশুটির মা রোজিনা আক্তার জাগো নিউজকে ধন্যবাদ দিয়ে বলেন, ‘স্যারের (খন্দকার এনায়েত উল্লাহ) সহায়তায় আমার ছেলের অপারেশন হয়েছে। আমি আল্লাহর কাছে দোয়া করি তিনি ও তার পরিবারকে আল্লাহ ভালো রাখুক।’
এস কে শাওন/এসআর/জেআইএম