ভবনের কিছু কিছু স্থানে এখনো জ্বলে উঠছে আগুন

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৬:০৬ পিএম, ০৯ জুলাই ২০২১

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাশেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড কারখানার আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। শুক্রবার (৯ জুলাই) বিকেল পৌনে ৬টা পর্যন্ত ভবনের কিছু কিছু স্থানে বিক্ষিপ্তভাবে আগুন জ্বলে উঠতে দেখা গেছে। পুরো আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস।

এর আগে বৃহস্পতিবার (৮ জুলাই) বিকেল সাড়ে ৫টায় ওই কারখানায় আগুন লাগে। তবে মূল আগুন দুপুর সাড়ে ১২টায় নিয়ন্ত্রণে এসেছে বলে জানান ফায়ার সার্ভিসের ডেপুটি ডিরেক্টর দেবাশীষ বর্ধন। পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে না আসার আগ পর্যন্ত ফায়ার সার্ভিস কাজ চালিয়ে যাবে বলে জানিয়েছেন তিনি।

এদিকে ভয়াবহ এ অগ্নিকাণ্ডে ৫২ জন নিহত হয়েছেন। এরমধ্যে শুক্রবার বিকেল পর্যন্ত ৪৯ জনের মরদেহ উদ্ধার করা হয়। তার আগে বৃহস্পতিবার অগ্নিদগ্ধ তিনজন হাসপাতালে মারা যান।

শুক্রবার সরেজমিন গিয়ে দেখা যায়, মূল আগুন নিয়ন্ত্রণে আসলেও বিক্ষিপ্তভাবে ভবনের কিছু কিছু স্থানে আগুন জ্বলে উঠছে। পুরো আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস এখনো কাজ করছে।

ফায়ার সার্ভিসের ডেপুটি ডিরেক্টর দেবাশীষ বর্ধন জানান, বৃহস্পতিবার আগুন লাগার পর ২৫ জনকে জীবিত অবস্থায় ছাদ থেকে উদ্ধার করা হয়েছে।

এদিকে আগুনের তাপ সহ্য করতে না পেরে চারতলা থেকে তিনজন লাফিয়ে পড়েন বলে জানান প্রত্যক্ষদর্শীরা। তাদের ভাষ্যমতে, ভবনটিতে ৪০০-৪৫০ জন মানুষ ছিল।


অগ্নিকাণ্ডের সময় ভবনটিতে আনুমানিক কতজন মানুষ ছিলেন জানতে চাইলে দেবাশীষ বর্ধন জানান, ভবনটিতে কতজন ছিলেন তা এখনই বলা যাচ্ছে না। তদন্ত করে পরে বিষয়টি জানানো হবে।

এস কে শাওন/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।