সেই পরিবারের পাশে দাঁড়ালেন শামীম ওসমানের স্ত্রী

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ১২:৫৯ এএম, ১৩ জুলাই ২০২১

জন্মের পর মাত্র দেড় বছর বয়সে হার্টে ছিদ্র ধরা পড়ে আহনাফ রিয়ানের। এখন তার বয়স চার। চিকিৎসক জানিয়েছেন তাকে বাঁচাতে হলে এক মাসের মধ্যে অপারেশন করাতে হবে। এদিকে তার বাবা মোহাম্মদ আলাউদ্দিনের পায়ুপথে টিউমার হওয়ার পর ক্যান্সার ধরা পড়ে।

এই যখন অবস্থা, তখন করোনার প্রভাবে ছয় মাস আগে চাকরি হারান আলাউদ্দিন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির চাকরি না থাকায় চিকিৎসা ও সংসার চালানোর জন্য অর্থের জোগান কীভাবে করবেন, এ নিয়ে দুশ্চিন্তায় পড়ে যান স্ত্রী রোজিনা আক্তার।

এ নিয়ে গত ৬ জুলাই ‘স্বামীর ক্যান্সার ছেলের হার্টে ছিদ্র, সবার সহযোগিতা চান রোজিনা’ শিরোনামে জাগোনিউজ২৪.কমে একটি প্রতিবেদন প্রকাশ হয়।

সেই সংবাদটি আবার চোখে পড়ে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের স্ত্রী জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপির।

এরপর সোমবার (১২ জুলাই) রাতে রোজিনার স্বামীর চিকিৎসার জন্য এক লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করেন তিনি। এ সময় তিনি রোজিনার স্বামী ও সন্তানের সুস্থতা কামনা করেন।

লিপি ওসমান বলেন, ‘তাদের মতো অসহায়দের পাশে সমাজের মানুষের এগিয়ে আসা দরকার। আমি সবাইকে আহ্বান জানাব এ রকম অসহায়দের পাশে দাঁড়াতে।’

শিশুটির মা রোজিনা আক্তার জাগো নিউজকে বলেন, ‘লিপি আপা আমার স্বামীর চিকিৎসার জন্য টাকা দিয়েছেন। আমি আল্লাহর কাছে দোয়া করি তিনি ও তার পরিবারকে আল্লাহ ভালো রাখুক।’

এর আগে গত ৯ জুলাই রাজধানীর ল্যাবএইড হাসপাতালে রোজিনার সন্তানের হার্টের অপারেশনের জন্য খরচ দেন সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ।

এস কে শাওন/জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।