ওয়্যারড্রবে মিলল সাড়ে ৩ হাজার ইয়াবা
নারায়ণগঞ্জের চাষাড়া থেকে ৩ হাজার ৫৫০ পিস ইয়াবাসহ আমাদুল শেখ (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার (২২ জুলাই) বেলা সাড়ে ১১টায় র্যাব-১১ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে বুধবার (২১ জুলাই) দুপুরে তাকে আটক করা হয়। আটক আমাদুল কুষ্টিয়া জেলার দৌলতপুরের গোবরগাড়া এলাকার সোবহান শেখ এর ছেলে।

র্যাব জানায়, আমাদুল শেখ দীর্ঘদিন যাবত আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ইয়াবা নিয়ে এসে নারায়ণগঞ্জ ও এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। পরে বুধবার চাষাড়ায় তার ভাড়া বাসায় অভিযান চালিয়ে ওয্যারড্রব থেকে ইয়াবা উদ্ধার করা হয়।
তার বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সদর মডেল থানায় মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।
এসকে শাওন/এসজে/এমএস