সোনারগাঁও উপজেলার চেয়ারম্যান মোশারফ হোসেন মারা গেছেন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৮:৪৫ এএম, ২৩ জুলাই ২০২১

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য মোশারফ হোসেন (৭৩) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন।)

বৃহস্পতিবার (২২ জুলাই) রাত সোয়া ৯টায় বার্ধক্যজনিত কারণে রাজধানীর গ্রীনলাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃতের স্বজনরা জানান, দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন মোশারফ হোসেন। তিনি দীর্ঘদিন ধরে গ্রীনলাইফসহ রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শুক্রবার বাদ জুমা উপজেলার মোগড়াপাড়াস্থ এইচ জি জি এস স্মৃতি সরকারি বিদ্যায়তন মাঠে মোশারফ হোসেনের জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। পরে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হবে বলে নিশ্চিত করেছেন তার পরিবার।

মোশারফ হোসেন দীর্ঘদিন ধরে উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে দিয়েছেন। তিনি সোনারগাঁও উপজেলা পরিষদের দুইবার ও মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের তিনবার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।

মোশারফ হোসেনের মৃত্যুতে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার, সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতিকুল ইসলাম, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

মো. শাহাদাত হোসেন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।