সিলেট বিভাগে একদিনে ৯ জনের মৃত্যু, শনাক্ত ৯৯৬
সিলেটে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে ৯৯৬ জনের মধ্যে করোনা শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ৩৮ দশমিক ৮২ শতাংশ।
রোববার (১ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে দুই হাজার ৫৬৬ জনের নমুনা পরীক্ষায় ৯৯৬ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে ৩৫৭ জন সিলেট জেলার বাসিন্দা। সুনামগঞ্জে ১০৬ জন, হবিগঞ্জে ৩৫১ জন, মৌলভীবাজারে ১৪০ জন ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৪২ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে।
স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে জানানো হয় , সিলেট বিভাগে রোগীর সংখ্যা দাঁড়াল ৪০ হাজার ৪৫২জন। যাদের মধ্যে সিলেট জেলায় ২২ হাজার ৫৫ জন, সুনামগঞ্জে চার হাজার ৭১১ জন, হবিগঞ্জে চার হাজার ৮৪৬ জন, মৌলভীবাজারে পাঁচ হাজার ৫৫৯ জন ও সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিন হাজার ২৮১ জন।
এনিয়ে বিভাগে মৃত রোগীর সংখ্যা ৭০২ জন। এরমধ্যে সিলেট জেলার ৫৪৪ জন, সুনামগঞ্জে ৫১ জন, হবিগঞ্জে ৩০ জন, মৌলভীবাজারের ৬০ জন ও সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৭ জন।
একই দিনে সিলেট বিভাগে নতুন করে আরও ৩০৫ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। যাদের মধ্যে ১৯৯ জন সিলেট জেলার বাসিন্দা। এছাড়া ৩৪ জন সুনামগঞ্জে, ১৫ জন হবিগঞ্জে, ৪৮ জন মৌলভীবাজার জেলার বাসিন্দা। পাশাপাশি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে আরও ৯ জন রোগী সুস্থ হয়েছেন।
সিলেট বিভাগে সক্রিয় করোনাভাইরাসে সংক্রামিত রোগী রয়েছেন আট হাজার ৯০৭ জন। অন্যদের মধ্যে ৩০ হাজার ৮৪৩ জন সুস্থ হয়েছেন ও ৭০২ জন করোনায় মারা গেছেন।
ছামির মাহমুদ/আরএইচ/জিকেএস