খুলনায় ভ্যাকসিন নিয়েছেন ৫৪ হাজার ৭১৩ জন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক খুলনা
প্রকাশিত: ১০:০৭ পিএম, ০৭ আগস্ট ২০২১

খুলনা জেলায় ৫৪ হাজার সাতশত ১৩ জন করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন। যার মধ্যে পুরুষ ২৯ হাজার ছয়শত ৩৫ এবং নারী ২৫ হাজার ৭৮ জন। শনিবার (৭ আগস্ট) খুলনা সিটি করপোরেশন এলাকায় ২৩ হাজার আটশত ৭৮ জন এবং নয় উপজেলায় মোট ৩০ হাজার আটশত ৩৫ জন করোনা ভ্যাকসিন গ্রহণ করেন।

উপজেলাগুলোর মধ্যে দাকোপে তিন হাজার দুইশত ৫৫ জন, বটিয়াঘাটায় দুই হাজার পাঁচশত ৭৯, দিঘলিয়ায় তিন হাজার আটশত ১৫ জন, ডুমুরিয়ায় আট হাজার ছয়শত ৮২ জন, ফুলতলায় দুই হাজার ছয়শত ৭৬ জন, কয়রায় তিন হাজার আটশত ৯৭ জন, পাইকগাছায় এক হাজার পাঁচশত ১৯ জন, রূপসায় দুই হাজার নয়শত ১২ জন এবং তেরখাদায় এক হাজার পাঁচশত জন টিকা গ্রহণ করেছেন।

jagonews24

শনিবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চারশত সাত জন, সদর হাসপাতালে দুইশত ৩৩ জন এবং কয়রায় সাতশত ৪৯ করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করেন। খুলনা সিভিল সার্জন দফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।