খুলনায় মৃত্যু কমলেও বেড়েছে আক্রান্তের সংখ্যা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক খুলনা
প্রকাশিত: ০২:০১ পিএম, ০৯ আগস্ট ২০২১
ফাইল ছবি

 

খুলনা বিভাগে করোনায় মৃতের সংখ্যা দিন দিন কমছে। তবে বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় বিভাগে মারা গেছেন ২৪ জন। এসময় নতুন করে শনাক্ত হয়েছে আরও ৯১১ জন। এ নিয়ে শনাক্তের সংখ্যা লাখের কোটা ছাড়ালো।

মৃতদের মধ্যে খুলনায় তিন, বাগেরহাটে দুই, সাতক্ষীরার এক, যশোরের পাঁচ, ঝিনাইদহে দুই, কুষ্টিয়ার ১০ ও চুয়াডাঙ্গায় একজন রয়েছেন।

সোমবার (৯ আগস্ট) বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার বিষয়টি নিশ্চিত করেন।

স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্র জানায়, এখন পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত এক লাখ ৪০৫ জন। মারা গেছেন দুই হাজার ৬৮১ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৯ হাজার ৫৫২ জন।

আলমগীর হান্নান/এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।