খুলনা বিভাগে করোনায় আরও ২০ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক খুলনা
প্রকাশিত: ০১:০৩ পিএম, ১৫ আগস্ট ২০২১
ফাইল ছবি

করোনায় আক্রান্ত হয়ে খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় ২০ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দুই হাজার ৮০০ ছাড়িয়েছে।

রোববার (১৫ আগস্ট) বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় বিভাগে সর্বোচ্চ আটজন মারা গেছেন। বাকিদের মধ্যে কুষ্টিয়ায় পাঁচ, মেহেরপুরে তিন, বাগেরহাট, নড়াইল, মাগুরা ও ঝিনাইদহে একজন করে রয়েছেন।

এখন পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে এক লাখ তিন হাজার ৯৪২। আক্রান্ত হয়ে মারা গেছেন দুই হাজার ৮১১ জন।

আলমগীর হান্নান/এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।