নারায়ণগঞ্জে চলন্ত বাসে ট্রাকের ধাক্কা, নিহত ৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ১০:২৪ পিএম, ১৬ আগস্ট ২০২১

নারায়ণগঞ্জ বন্দরে যাত্রীবাহী চলন্ত বাসে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত ও ১২ জন আহত হয়েছেন।

সোমবার (১৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার দেওয়ানবাগ এলাকার স্টিল মিলের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মাহমুদ, রাসেল ও অজ্ঞাতনামা এক নারী। নিহত তিনজনই বন্দরের মদনপুরের ইপিলিওন নামক রপ্তানিমুখী পোশাক কারখানার শ্রমিক।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে শিল্প পুলিশ জানায়, সন্ধ্যা সাড়ে ৭টায় ইপিলিওন কারখানা ছুটি হওয়ার পর নাফ নামের একটি মিনি বাসে করে ঢাকার পথে যাচ্ছিলেন শ্রমিকরা। স্টিল মিলের সামনে পৌঁছাতেই একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আর দুইজন হাসপাতালের নেয়ার পর মারা যান। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

কাঁচপুর হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘চলন্ত বাসে পেছন থেকে সড়ক ও জনপথের দ্রুতগতির ট্রাক ধাক্কা দিলে দুর্ঘটনার কবলে পড়ে ঘটনাস্থলেই এক নারীর মাথা বিচ্ছিন্ন হয়ে মৃত্যু হয়। এছাড়া ওই বাসের আরও দুইজনকে আল বারাকা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, ‘বন্দরে সড়ক দুর্ঘটনায় তিনজন মারা গেছেন। এদের মধ্যে একজন নারী আর দুইজন পুরুষ। আহত আরও ১০ থেকে ১২ জনকে বন্দরের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।’

জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।