খুলনায় তিন হাসপাতালে আরও ৪ জনের মৃত্যু
খুলনার তিনটি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় চারজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে দুজন, শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটে একজন ও গাজী মেডিকেল কলেজ হাসপাতালে একজন।
খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকালপারসন ডা. সুহাস রঞ্জন হালদার গত ২৪ ঘণ্টায় করোনায় দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
খুলনার শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নগরীর মুন্সিপাড়ার মাজেদা হক (৮০) নামের এক রোগীর মৃত্যু হয়েছে।
গাজী মেডিকেল কলেজ হাসপাতালের স্বত্বাধিকারী গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাগেরহাটের মোল্লাহাটের শাহিদা বেগম (৭৭) নামে এক করোনা রোগীর মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিট, খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে কোনো রোগীর মৃত্যু হয়নি।
আলমগীর হান্নান/এসজে/জেআইএম