সিলেট বিভাগে করোনায় একদিনে আরও ১২ জনের প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ০১:৫৬ পিএম, ১৮ আগস্ট ২০২১
ফাইল ছবি

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছন আরও ৪১৪ জন। শনাক্তের হার ১৮ দশমিক ১১ শতাংশ।

বুধবার (১৭ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায়ের পাঠানো দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

jagonews24

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে সিলেটে ১০ জন এবং সুনামগঞ্জ ও হবিগঞ্জের একজন রয়েছেন। আর নতুন করে আক্রান্তদের মধ্যে মধ্যে সিলেটে ১২৩ জন, সুনামগঞ্জে ৭৯ জন, হবিগঞ্জে ১০৮ জন ও মৌলভীবাজারে ১০৪ জন রয়েছেন।

প্রতিবেদনে আরও জানানো হয়, বিভাগে এখন পর্যন্ত করোনায় মোট ৯৩১ জনের মৃত্যু হয়েছে। মোট আক্রান্ত হয়েছেন ৫০ হাজার ৪২ জন। মোট সুস্থ হয়েছেন ৩৮ হাজার ৪৪৫ জন।

ছামির মাহমুদ/এফআরএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।