ল্যাপটপ সারানোর সময় ব্যক্তিগত তথ্য হাতিয়ে চাঁদা দাবি

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৪:২২ পিএম, ০১ সেপ্টেম্বর ২০২১

সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত ছবি প্রকাশের হুমকি দিয়ে চাঁদা আদায়ের অভিযোগে মো. কামরুজ্জামান (২০) নামের একজনকে গ্রেফতার করেছে র‍্যাব। এ সময় তার কাছ থেকে ২০ হাজার টাকা উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৩১ আগস্ট) দিনগত রাতে রাজধানীর বনানী থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর সোনাহাট এলাকার ফজলুল হকের ছেলে।

বুধবার( ১ সেপ্টেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জে অবস্থিত র‍্যাব-১১ সদর দফতরে সংবাদ সম্মেলনে অধিনায়ক লে. কর্নেল তানভীর পাশা এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, একজন ভুক্তভোগী অভিযোগ করেন তার ব্যক্তিগত ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের হুমকি দিয়ে কামরুজ্জামান তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। পরে বিকাশের মাধ্যমে ২০ হাজার টাকা আদায় করা হয়।

র‍্যাব-১১ অধিনায়ক আরও জানান, গ্রেফতার আসামি ভুক্তভোগীর ল্যাপটপ ঠিক করে দেওয়ার সময় তার ল্যাপটপ থেকে ব্যক্তিগত ছবি কৌশলে হাতিয়ে নেয়। পরে চাঁদা দাবি করেন।

আসামির বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

এস কে শাওন/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।