দিনদুপুরে ব্যবসায়ীর ২৫ লাখ টাকা ছিনতাই, গুলিবিদ্ধ যুবক

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৫:২৩ পিএম, ০৪ সেপ্টেম্বর ২০২১
ফাইল ছবি

নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জে দিনদুপুরে গুলি করে ২৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় মো. নাঈম (২৮) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। 

শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুর পৌনে ২ টার দিকে সিদ্ধিরগঞ্জস্থ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পিডিকে পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রির ২৫ লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে জয়নাল আবেদীন নামে এক ব্যবসায়ী ও তার চাচাতো ভাই মেহেদী হাসান ঢাকা থেকে নারায়ণগঞ্জের আড়াইহাজারের দিকে আসছিলেন। পথে দুটি মোটরসাইকেলযোগে অজ্ঞাত চার ব্যক্তি গুলি ছোড়ে টাকা নিয়ে পালিয়ে যান। এ সময় আরেক মোটরসাইকেলে থাকা এক যবক গুলিবিদ্ধ হন। 

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জাগো নিউজকে জানান, এক ব্যবসায়ীর ২৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় এক যুবক গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ছিনতাইকারীদের ধরার চেষ্টা চলছে।

এস কে শাওন/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।