রূপগঞ্জে ফিল্মি স্টাইলে ছিনতাই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৭:০৯ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০২১
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফিল্মি স্টাইলে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

রোববার (৫ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-সিলেট মহসড়কের আওখাবো এলাকার এ ঘটনা ঘটে। এ সময় এনকে ফিলিং স্টেশনের হিসাব রক্ষক রিয়েল মিয়ার কাছ থেকে ১৩ লাখ ৮০ হাজার টাকা নিয়ে গেছে ছিনতাইকারীরা। এ ব্যাপারে রিয়েল মিয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ করেছেন।

এনকে ফিলিং স্টেশনের ব্যবস্থাপক মাসুম মিয়া বলেন, হিসাব রক্ষক রিয়েল মিয়া দুপুরে ফিলিং স্টেশনের আমদানির ১৩ লাখ ৮০ হাজার টাকা নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কে মোটরসাইকেলে করে ভুলতার সাউথইস্ট ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন। তিনি আওখাবো এলাকায় পৌঁছালে পেছন থেকে একদল ছিনতাইকারী প্রাইভেটকারে করে এসে তার কাঁধে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায়। একই সঙ্গে মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে রিয়েল মিয়া পড়ে গিয়ে আহত হন।’

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বলেন, অভিযোগ পেয়েছি। ছিনতাইকারীদের গ্রেফতারে চেষ্টা চলছে।

এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।