ময়মনসিংহে বিএনপিপন্থী ১১ আইনজীবীর নামে ডিজিটাল আইনে মামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ০৭:৪৭ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২১
ফাইল ছবি

ময়মনসিংহে বিএনপিপন্থী আইনজীবীদের বিক্ষোভ মিছিলে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে নিয়ে মানহানিকর স্লোগান দেওয়ায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। এতে জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট মো. নূরুল হকসহ ১১ আইনজীবীর নাম উল্লেখ করা হয়েছে।

বুধবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মঙ্গলবার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করা হয়। অভিযোগ তদন্ত করে আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে মামলার বাদী অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাগো নিউজকে বলেন, ৩১ আগস্ট জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতাকর্মীরা আদালত প্রাঙ্গণে মিছিল বের করে। এ সময় বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে জড়িয়ে মানহানিকর স্লোগান দেওয়ায় এই মামলা করা হয়েছে। অতিদ্রুত অভিযুক্তদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

মঞ্জুরুল ইসলাম/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।