উন্মুক্ত জলাশয়ে চলছে বড়শি দিয়ে মাছ ধরা প্রতিযোগিতা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৩:০৯ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২১

রাজবাড়ী পাংশায় কাদের বিলে চলছে বড়শি দিয়ে মাছ ধরা প্রতিযোগিতা। এতে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে পুরো এলাকায়।

শুক্রবার সকাল ১০টা থেকে উপজেলার পাট্টা ইউনিয়নের মুচিদাহ এলাকায় শুরু হয় এ প্রতিযোগিতা। চলবে বিকেল ৫টা পর্যন্ত।

jagonews24

জানা যায়, প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২০ টাকা। টিকিট বিক্রির সম্পূর্ণ টাকা দান করা হবে স্থানীয় মুচিদাহ এতিমখানায়। দুপুর পর্যন্ত প্রায় দেড় শতাধিক মাছ শিকারি প্রতিযোগিতায় অংশ নিয়েছেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বড়শি দিয়ে মাছ ধরার এই প্রতিযোগিতার আয়োজন করেছে পাট্টা ইউনিয়ন কৃষকলীগ। জলাশয়ে দেশীয় বিভিন্ন প্রজাতির কার্প জাতীয় মাছ রয়েছে। এছাড়া অন্যান্য বিভিন্ন প্রজাতির মাছও রয়েছে জলাশয়ে। প্রতিযোগিতা শেষে প্রথম থেকে পঞ্চম স্থান পর্যন্ত বিজয়ী মাছ শিকারির জন্য রয়েছে পুরস্কারের ব্যবস্থা।

jagonews24

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন-সাবেক সেনা কর্মকর্তা ও মুচিদাহ এতিমখানার সভাপতি মুক্তিযোদ্ধা মো. খাইরুল ইসলাম। সভাপতিত্ব করবেন ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মো. গোলাম মোস্তফা লুলু।

রুবেলুর রহমান/ এফআরএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।