দৌলতদিয়ায় ১২ কেজির চিতল বিক্রি হলো ১৯ হাজারে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ১২:৩৫ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২১

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বাল্লা মালোচি এলাকার রতন হলদার নামের এক জেলের জালে পদ্মায় ধরা পড়েছে ১২ কেজি ওজনের চিতল মাছ। পরে মাছটি ১৯ হাজার দুইশ টাকায় বিক্রি করা হয় গাজীপুরে।

শনিবার (২৫ সেপ্টেম্বর) সকালে বিক্রির জন্য রতন হালদার দৌলতদিয়া ঘাটে মাছটি আনলে ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ এক হাজার ৫৫০ টাকা কেজি দরে মোট ১৮ হাজার ছয়শ টাকায় মাছটি কিনেন। পরে গাজীপুরের মাওনায় এক ব্যবসায়ীর কাছে এক হাজার ছয়শ টাকা কেজি দরে মোট ১৯ হাজার দুইশ টাকায় বিক্রি করেন।

এর আগে সকালে মানিকগঞ্জের হরিরামপুরের বাল্লা মালোচি এলাকার পদ্মায় জাল ফেলে বিশাল আকৃতির চিতলটি ধরেন রতন হালদার।

দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ জানান, জেলে রতনের কাছ থেকে সরাসরি এক হাজার ৫৫০ টাকা কেজি দরে কিনে মোবাইলে যোগাযোগ করে প্রতিকেজি এক হাজার ছয়শ টাকা দরে গাজীপুরে বিক্রি করেছি।

রুবেলুর রহমান/এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।