১৫ কেজির কাতলা বিক্রি হলো সাড়ে ২৩ হাজারে
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে ১৫ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি কাতলা মাছ ধরা পড়েছে।
সোমবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট এলাকায় সাগর হালদার নামের এক জেলের জালে মাছটি ধরা পড়ে।
মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ঘাট এলাকায় নিয়ে এলে স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ ১ হাজার ৪৫০ টাকা কেজি দরে ২২ হাজার ৯০০ টাকায় কিনে নেন। পরে তিনি প্রতি কেজি ৫০ টাকা লাভে ২৩ হাজার ৭০০ টাকায় বিক্রি করেন।
মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ বলেন, নদীতে এখন প্রায় প্রতিদিনই বড় বড় মাছ ধরা পড়ছে। পদ্মার মাছের চাহিদা অনেক। ১৫ কেজি ৭০০ গ্রাম ওজনের মাছটি ময়মনসিংহের এক ক্রেতার কাছে বিক্রি করে দেওয়া হয়েছে।
রুবেলুর রহমান/এসআর/জিকেএস