যুবকের পেট থেকে বের হলো ৮১০ পিস ইয়াবা
রাজবাড়ীতে পলাশ মণ্ডল (২০) নামের এক যুবকের পেট থেকে বের করা হলো ৮১০ পিস ইয়াবা। একই সময় আলহাজ শেখ (২০) নামের আরেক যুবকের কাছে থেকে ৪৪০ পিস ইয়াবাসহ উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে দৌলতদিয়া ঘাট অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতার পলাশ মণ্ডল জেলার কালুখালী উপজেলার বেতবাড়িয়া এলাকার হারুন মণ্ডলের ছেলে এবং আলহাজ শেখ মাজবাড়ী এলাকার খালেক শেখের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের (ওসি) প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানে দৌলতদিয়া ঘাট এলাকা থেকে দুই যুবককে আটক করা হয়। এসময় আলহাজ শেখের কাছ থেকে ৪৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অপর যুবক পলাশ মণ্ডলের পেটে ইয়াবা রয়েছে বলে পুলিশের কাছে স্বীকার করেন। পরে তাকে শহরের লাইফ কেয়ার হাসপাতালে নিয়ে পেটে বিশেষ কায়দায় রাখা ইয়াবা বের করা হয়।
রুবেলুর রহমান/আরএইচ/এএসএম