২৫ কেজির বাঘাইড় সাড়ে ২৭ হাজারে বিক্রি
পদ্মা নদীতে রঞ্জিত হালদার নামে এক জেলের জালে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের একটি বিশাল বাঘাইড় মাছ। মানিকগঞ্জের বাল্লা এলাকায় ধরা পড়ে মাছটি।
রোববার (৩ অক্টোবর) সকালে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ মাছটি কিনে নেন।
জানা গেছে, মাছটি বিক্রির জন্য জেলে রঞ্জিত দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখের সঙ্গে যোগাযোগ করেন। পরে সম্রাট শাজাহান মাছটি ১১০০ টাকা কেজি দরে মোট ২৭ হাজার ৫০০ টাকায় কিনে আনেন।
জেলে রঞ্জিত হালদার জানান, প্রতিদিনের মতো শনিবার (২ অক্টোবর) সারারাত পদ্মায় জাল ফেলে মাছ ধরার চেষ্টা করেন তারা। কিন্তু সারারাত কোনো মাছের দেখা মেলেনি। পরে রোববার সকাল ৮টার দিকে বাঘাইড় মাছটি তাদের জালে ধরা পড়ে। পরে মাছটি বিক্রিও করেন ভালো দামে। দাম ভালো পাওয়ায় খুশি তিনি।
মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ জানান, পদ্মার বড় মাছের চাহিদা অনেক। মাছটি ১১০০ টাকা কেজি দরে কিনে লাভে বিক্রির আশায় ফেরিঘাটের পন্টুনে বেঁধে রেখেছেন। এখন মোবাইল ফোনে দেশের বিভিন্ন স্থানে থাকা ক্রেতাদের সঙ্গে যোগাযোগ করছেন মাছটি বিক্রির জন্য।
রুবেলুর রহমান/এফআরএম/জেআইএম