দৌলতদিয়ায় পদ্মাপারের অপেক্ষায় শত শত যানবাহন
রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মাপারের অপেক্ষায় রয়েছে শত শত যানবাহন। সোমবার (৪ অক্টোবর) বিকেলে দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট থেকে ফিড মিল পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার এলাকায় যাত্রীবাহী বাস-ট্রাকের লম্বা লাইন দেখা যায়।
এদিকে নদী পারাপারে ভোগান্তি কমাতে যাত্রীবাহী যানবাহন ও পচনশীল পণ্যবাহী ট্রাক অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করলেও অন্য যানবাহনের চালক-হেলপাররা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।

দৌলতদিয়া ঘাটে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট আরিফুল হক বলেন, বেশ কিছুদিন ধরে ঘাট এলাকায় যানবাহনের তেমন একটা সিরিয়াল দেখা যায়নি। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি স্বল্পতা ও গাড়ির চাপ বেশি থাকায় সিরিয়াল তৈরি হয়েছে। এছাড়াও সড়কে সংস্কার কাজ চলায় যানবাহন চলাচল ও ব্যাহত হচ্ছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) শিহাব উদ্দিন জানান, অতিরিক্ত যানবাহনের কারণে এ দীর্ঘ লাইনের সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে নৌরুটে ১৮ ফেরি চলাচল করছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে সমস্যা সমাধান হবে।
রুবেলুর রহমান/আরএইচ/এএসএম