দৌলতদিয়ায় পদ্মাপারের অপেক্ষায় শত শত যানবাহন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৮:১৯ পিএম, ০৪ অক্টোবর ২০২১

রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মাপারের অপেক্ষায় রয়েছে শত শত যানবাহন। সোমবার (৪ অক্টোবর) বিকেলে দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট থেকে ফিড মিল পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার এলাকায় যাত্রীবাহী বাস-ট্রাকের লম্বা লাইন দেখা যায়।

এদিকে নদী পারাপারে ভোগান্তি কমাতে যাত্রীবাহী যানবাহন ও পচনশীল পণ্যবাহী ট্রাক অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করলেও অন্য যানবাহনের চালক-হেলপাররা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।

jagonews24

দৌলতদিয়া ঘাটে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট আরিফুল হক বলেন, বেশ কিছুদিন ধরে ঘাট এলাকায় যানবাহনের তেমন একটা সিরিয়াল দেখা যায়নি। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি স্বল্পতা ও গাড়ির চাপ বেশি থাকায় সিরিয়াল তৈরি হয়েছে। এছাড়াও সড়কে সংস্কার কাজ চলায় যানবাহন চলাচল ও ব্যাহত হচ্ছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) শিহাব উদ্দিন জানান, অতিরিক্ত যানবাহনের কারণে এ দীর্ঘ লাইনের সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে নৌরুটে ১৮ ফেরি চলাচল করছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে সমস্যা সমাধান হবে।

রুবেলুর রহমান/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।