ডিজেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৩:৩২ পিএম, ০৫ নভেম্বর ২০২১

ডিজেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবিতে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ নভেম্বর) দুপুরে বাংলাদেশ জাহাজ শ্রমিক ফেডারেশনের আওতাধীন বাংলাদেশ নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এবং বাংলাদেশ বাল্কহেড ট্রলার মালিক-শ্রমিক ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এসময় নৌপথে বাল্কহেড, ট্রলার দিয়ে পরিবহন করা সব ধরনের পণ্যের ভাড়া বৃদ্ধি করা এবং নৌপথে ডাকাতি, সন্ত্রাস এবং কথিত টোলের নামে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবি জানানো হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ৫ নম্বর খেয়াঘাট এলাকায় শীতলক্ষ্যার তীরে গিয়ে শেষ হয়।

মানববন্ধনে বাংলাদেশ নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি সবুজ শিকদার বলেন, সারাদেশে করোনা মহামারির মধ্যে একমাত্র নৌপথের শ্রমিক কর্মচারীরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে নদীপথে পণ্য পরিবহন করে দেশকে সচল রেখেছেন। কিন্তু আকস্মিক তেলের মূল্যবৃদ্ধির কারণে নৌযান মালিক ও শ্রমিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অনেকেই নৌযান বন্ধ রেখে আর্তচিৎকার করছেন। যদি তেলের মূল্য না কমানো হয় তাহলে আমরা আশঙ্কা করছি সারাদেশে অসংখ্য নৌযান বন্ধ হয়ে স্ক্র্যাবে পরিণত হবে।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বাল্কহেড ট্রলার মালিক-শ্রমিক ঐক্য পরিষদের কাওটাইল শাখার সহ-সভাপতি রাজীব হোসেন রনি, জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি মো. শহিদুল্লাহ প্রধান, সহ-সভাপতি এস এম মনজুর আহমেদ, বিআইডব্লিউটিসি ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেন চুন্নু, বাংলাদেশ নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক কবির হোসেন, সহ-সম্পাদক আক্তার হোসেন, শ্রমিক লীগ নেতা সোহেল সরদার, নিজামউদ্দিন বিপ্লব ও সাইফুল ইসলাম প্রমুখ।

শ্রাবণ/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।