রাজবাড়ী কারাগারে হাজতির মৃত্যু
রাজবাড়ী জেলা কারাগারে বন্দি মো. শামীম মন্ডল (৩০) নামে এক আসামির মৃত্যু হয়েছে।
সোমবার (৮ নভেম্বর) সকালে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শামীম মন্ডল জেলার পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের জীবননালা গ্রামের আব্দুল জলিল মন্ডলের ছেলে।
জানা গেছে, শামীম মন্ডল হত্যা মামলার আসামি হয়ে ২০১৫ সালের মে মাস থেকে রাজবাড়ী কারাগারে বন্দি ছিলেন। মামলাটি আদালতে বিচারাধীন।
রাজবাড়ী জেলা কারাগারের জেলার মো. হুমায়ুন কবীর খান জানান, রোববার সন্ধ্যা ৭টার দিকে ওই হাজতির বুকে ব্যথা শুরু হলে তাৎক্ষণিক তাকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সকাল ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাসপাতালে মরদেহটির ময়নাতদন্ত শেষে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
রাজবাড়ী সদর হাসপাতালের আরএমও ডা. আব্দুর রহমান জানান, ওই ব্যক্তি ডায়াবেটিকসসহ আরও কিছু রোগে ভুগছিলেন।
রুবেলুর রহমান/ইউএইচ/জিকেএস