যুবক হত্যা: উপজেলা ভাইস চেয়ারম্যানকে প্রধান আসামি করে মামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৮:৩১ পিএম, ০৮ নভেম্বর ২০২১
বামে নিহত রশিদ মোল্লা এবং ডানে উপজেলা ভাইস চেয়ারম্যান শাহরিয়ার পান্না সোহেল

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে রশিদ মোল্লা (৩০) নামে এক যুবক নিহতের ঘটনায় হত্যা মামলা হয়েছে।

রোববার (৭ নভেম্বর) রাত ১১টার দিকে নিহতের বড় ভাই মো. হানিফ মোল্লা বাদী হয়ে মামলাটি করেন।

মামলায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহরিয়ার পান্না সোহেলকে (ভিপি সোহেল) প্রধান আসামি করা হয়েছে। এছাড়া তার দেহরক্ষীসহ মোট ৩২ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ‘শনিবার সন্ধ্যায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সোহেলের সঙ্গে তাওলাদ হোসেনের বাগবিতণ্ডা হয়। এ সময় সোহেলের নির্দেশে অভিযুক্তরা তাওলাদ হোসেন, হানিফ মোল্লাসহ তাওলাদের লোকজনকে মারধর করেন। ঘটনাস্থলে তাওলাদের শ্যালক রশিদ মোল্লা তাদের বাধা দিতে গেলে সোহেল ও তার সহযোগীরা রশিদকে গুলি করেন। পরে তাকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

এ ঘটনায় ভিপি সোহেলের সহযোগী মিরকুটিরছেঁও গ্রামের আইয়ুব ভূঁইয়া, সোয়াইব ভূঁইয়া, শাহীন ভূঁইয়া, অপু মিয়া ও রহমত আলী নামে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

এদিকে ঘটনার পর থেকেই মামলার প্রধান আসামি ভিপি সোহেল ও তার দেহরক্ষী জসিম উদ্দিন এলাকা ছেড়ে পালিয়েছেন বলে জানান নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) আবির হোসেন।

মামলার বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, অভিযুক্তদের গ্রেফতারে চেষ্টা চলছে।

শ্রাবণ/ইউএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।