চাকরির প্রলোভনে ভারতে নারী পাচার, সিদ্ধিরগঞ্জে গ্রেফতার দুই

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৮:৩৩ পিএম, ০৮ নভেম্বর ২০২১

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আন্তর্জাতিক নারী পাচারকারী চক্রের দুই সদস্যকে আটক করেছে র‍্যাব।

সোমবার (৮ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে র‍্যাব-১১ এর এএসপি রিজওয়ান সাঈদ এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে রোববার দিনগত রাতে তাঁতখানা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- কুমিল্লার দেবীদ্বারের এগার গ্রামের মৃত ডা. অনিল কুমার দত্তের ছেলে সেন্টু কুমার দত্ত (৪৫) এবং নারায়ণগঞ্জের ভূঁইয়াপাড়ার কালাচান ব্যাপারীর মেয়ে মোসা. আনোয়ারা বেগম (৬৭)।

এএসপি রিজওয়ান সাঈদ বলেন, আটক দুজন একটি সংঘবদ্ধ আন্তর্জাতিক নারী পাচারকারী চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে দেশের বাইরে নারী পাচার করে আসছে। দরিদ্র ও অল্প বয়সী মেয়েদের প্রতারণার ফাঁদে ফেলে মোটা অঙ্কের বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে তারা প্রলুব্ধ করতো।

তিনি আরও বলেন, চক্রটি ঝাউডাঙ্গা, কলারোয়া, সাতক্ষীরা, বেনাপোল, যশোরসহ বিভিন্ন সুবিধাজনক সীমান্ত দিয়ে তাদের সিন্ডিকেটের নারী সদস্যদের সহযোগিতায় ভারতে নারী পাচার করতো। সেখানে তাদের যৌনকর্মে বাধ্য করাতো। এ ঘটনায় জড়িতদের আটকে কার্যক্রম চলমান আছে।

আটকদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান এ র‍্যাব কর্মকর্তা।

এস কে শাওন/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।