গোয়ালন্দের দুই ইউপিতেই নৌকার জয়
কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে শেষে হয়েছে রাজবাড়ীর গোয়ালন্দের দুইটি ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোটগ্রহণ। বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফল অনুযায়ী এই দুই ইউপিতে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ (নৌকা) মনোনীত প্রার্থী।
নির্বাচনে ছোটভাকলা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আমজাদ হোসেন ছয় হাজার ৪৯৪ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. আলী মিয়া পেয়েছেন চার হাজার ৪৫৩ ভোট।
এদিকে উজানচর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মো. গোলজার হোসেন মৃধা নয় হাজার ৯৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আবুল হোসেন ফকির পেয়েছেন তিন হাজার ৫৩১ ভোট। এছাড়া অপর স্বতন্ত্র প্রার্থী জিন্দার আলী শেখ পেয়েছেন তিন হাজার ৩৮৮ ভোট।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে ভোট গণণা শেষে গোয়ালন্দ উপজেলা নির্বাচন অফিসার ও রির্টানিং কর্মকর্তা মো. নিজাম উদ্দিন আহম্মেদ এ তথ্য জানান।
দুই ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপি ও জাতীয় পার্টির কোনো প্রার্থী না থাকলেও ক্ষমতাসীন আওয়ামী লীগের দুই চেয়ারম্যান প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিনজন স্বতন্ত্র প্রার্থী। যারা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলার ছোটভাকলা ইউনিয়নে চেয়ারম্যান পদে দুইজন, ওয়ার্ড সদস্য (মেম্বর) পদে ২৯ জন ও সংরক্ষিত মহিলা সদস্য ১২ জনসহ ৪৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইউনিয়নটিতে মোট ভোটার ১৪ হাজার ৮৫৭ জন।
এছাড়া উজানচর ইউনিয়নে চেয়ারম্যান পদে তিনজন, ওয়ার্ড সদস্য (মেম্বার) ২৭ জন ও সংরক্ষিত মহিলা সদস্য ৯ জনসহ মোট ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে মোট ভোটার ২২ হাজার ৫০৩ জন।
রুবেলুর রহমান/কেএসআর/জিকেএস