পদ্মায় ধরা পড়লো ৩২ কেজির দুই কাতল, ৪৩ হাজারে বিক্রি
পদ্মা নদীতে হজো চালাক নামের এক জেলের জালে ধরা পড়েছে ৩২ কেজি ওজনের বিশাল আকৃতির দুটি কাতল মাছ।
বুধবার (১৭ নভেম্বর) সকালে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার ৫ নম্বর ফেরি ঘাট এলাকায় মাছ দুটি ধরা পড়ে।

মাছগুলো বিক্রির জন্য ঘাটে আনলে ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ একটু ১ হাজার ৩০০ টাকা কেজি দরে ৪১ হাজার ৬০০ টাকায় কিনে নেন।
এ মাছ ব্যবসায়ী জাগো নিউজকে বলেন, সকালে মাছ দুটি সরাসরি জেলের কাছ থেকে কিনে নিই। পরে ঢাকার এক বড় ব্যবসায়ীর কাছে ১ হাজার ৩৫০ টাকা কেজি দরে ৪৩ হাজার ২০০ টাকায় বিক্রি করি।
রুবেলুর রহমান/এসজে/জিকেএস