বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেলো শ্রমিকের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ১১:২৫ এএম, ২০ নভেম্বর ২০২১
ফাইল ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মোটরসাইকেলের ধাক্কায় মো. শহিদুল্লাহ (৫০) নামে এক হস্তচালিত তাঁতের শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (২০ নভেম্বর) সকালে উপজেলার বাঘানগর এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত শহিদুল্লাহ ওই গ্রামের হোসেন আলীর ছেলে। স্থানীয়রা মোটরসাইকেলটি আটক করলেও মালিক ও তার সহযোগী পালিয়ে যান। মোটরসাইকেল আরোহীদের বাড়ি নারায়ণগঞ্জের বন্দরে বলে জানা গেছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা জানান, শাহপরান ও উজ্জল নামের ২ ব্যক্তি নরসিংদী থেকে নারায়ণগঞ্জ যাওয়ার জন্য একটি মোটরসাইকেলে করে রওনা দেন। তারা বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাতে থাকেন। এক পর্যায়ে মোটরসাইকেলটি বাঘানগর এসে পথচারী শহিদুল্লাহকে সজোরে ধাক্কা দেয়। এতে শহিদুল্লাহ গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে আড়াইহাজার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্রাবণ/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।