তিন মাছ বিক্রি হলো ৯০ হাজার টাকায়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০২:৪১ পিএম, ২০ নভেম্বর ২০২১

পদ্মা নদীর চরভদ্রাসন ও চরকর্নেশনা এলাকায় ধরা পড়েছে বিল্লুপ্তপ্রায় ৫ কেজি ওজনের ঢাই, ৪২ কেজির বাঘাইড় ও ১০ কেজি ওজনের কোরাল মাছ।

শনিবার সকালে মাছগুলো বিকাশ ও রফিক নামে পৃথক দুই জেলের জালে ধরা পড়ে। মাছ তিনটি কাঁচপুর এলাকার মদনপুরে এক বড় ব্যবসায়ীর কাছে বিক্রি করা হয়।

Fish-(3).jpg

এ সময় ঢাই মাছটি ২ হাজার ৯শ, বাগাইড় ১ হাজার ৬শ ও কোরাল মাছটি ১ হাজার ৩৫০ টাকা কেজি দরে বিক্রি করা হয়।

মাছগুলো দৌলতদিয়ায় বিক্রি করতে আনলে ঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ ঢাই মাছটি ২ হাজার ৮শ টাকা কেজি দরে মোট ১৪ হাজার ৫৬০ টাকায়, বাঘাইড় ১ হাজার ৫শ টাকা কেজি দরে মোট ৬৩ হাজার টাকায় ও কোরাল ১ হাজার ৩শ টাকা কেজি দরে মোট ১৩ হাজার টাকায় কিনে নেন।

Fish-(3).jpg

মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ জানান, বিকাশ হালদারের জালে ধরা পড়া ঢাই ও কোরাল এবং রফিক হালদারের জালে ধরা পড়া বাঘাইড় মাছ তিনটি কিনে সামান্য লাভে কাচপুরের মদনপুরের এক ব্যবসায়ীর নিকট বিক্রি করেছেন।

রুবেলুর রহমান/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।