দৌলতদিয়ায় ট্রাকে চাঁদাবাজির সময় ৩ যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৮:০৯ পিএম, ০২ জানুয়ারি ২০২২
চাঁদাবাজির অভিযোগে আটক তিন যুবক

রাজবাড়ীর দৌলতদিয়ায় ট্রাকে চাঁদাবাজির সময় তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। এর আগে শনিবার দিনগত রাতে ঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

তাদের বিরুদ্ধে কাভার্ডভ্যান চালক (ঢাকা মেট্রো-ন-১৩-৬২৩২) রংপুর জেলার মো. রাকিব হাসান (২৬) বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করেন।

গ্রেফতাররা হলেন- রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ফেলু মোল্লার পাড়ার মৃত মোসলেম শেখের ছেলে মো. মজিবর শেখ (২৫), শাহাদৎ মেম্বার পাড়ার মৃত মোহাম্মদ আলী খন্দকারের ছেলে মো. হাফেজ খন্দকার (২৫) ও মজিদ শেখের পাড়ার মৃত বারেক শেখের ছেলে মো. রবিউল শেখ (৩২)।

এজাহার সূত্রে জানা যায়, শনিবার দিনগত রাত সোয়া ১টার দিকে কাভার্ডভ্যান চালক মো. রাকিব হাসান করতোয়া কুরিয়ার সার্ভিসের মালামাল নিয়ে মাগুরা থেকে ঢাকায় রওয়ানা দেন। রাত সোয়া ৪টার দিকে দৌলতদিয়া মডেল হাইস্কুলের বিপরীত পাশে মহাসড়কে জ্যামে আটকা পড়েন। এসময় আসামিরা বেআইনিভাবে কাভার্ডভ্যানের সামনে এসে সাড়ে চার হাজার টাকা চাঁদাদাবি করেন। তাদের ট্রিপ প্রতি এ টাকা দিতে হবে বলে হুমকি দেন। চাঁদার টাকা দিতে আপত্তি করলে আসামিরা তাকে ও তার হেলপারকে গাড়ি থেকে নামিয়ে কিলঘুষি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখম করেন।

এসময় তাদের চিৎকারে আশপাশের লোকজন ও পুলিশের একটি মোবাইল টিম তিনজনকে আটক করে।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, ‘গ্রেফতার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। দৌলতদিয়া ঘাটকে চাঁদাবাজ ও দালাল মুক্ত রাখতে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।’

রুবেলুর রহমান/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।